দুই বছরের মেয়ে ওয়াসফিয়া। এ বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা থাকলেও অজানা এক ভয় তাকে গ্রাস করে ফেলেছে। মুখে তার আজ হাসি নেই। হয়তো সুখ-অসুখ ভালোভাবে বোঝার বয়স হয়নি তার। তবে ইতোমধ্যে বুঝে ফেলেছে সে অসুস্থ।
ওয়াসফিয়ার হৃদপিণ্ডে ছোট্ট একটি ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন, দুই মাসের মধ্যে শিশুটিকে অপারেশন করানো প্রয়োজন। আর এর জন্য খরচ পড়বে দুই লাখ টাকা।
শিশুটি রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকার মো. সুলতান মাহমুদের (টিটু) মেয়ে। সুলতান মাহমুদ পেশায় একজন মুদি দোকানদার।
শিশুটির বাবা বলেন, ধার দেনা করে চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। কিন্তু ডাক্তাররা বলছেন, অপারেশন ছাড়া ওকে সুস্থ করা সম্ভব নয়। কিন্তু তারা যে টাকার কথা বলেছেন তা আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। তবে সমাজের সার্মথ্যবান, বিত্তবান ও হৃদয়বানদের বলবো আপনার একটু সাহায্যেই পারে আমার শিশুটির মুখে হাসি ফিরিয়ে আনতে।
অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। আমাদের পাশে দাঁড়ান।
ওয়াসফিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানা:
০১৯৩৬২৫৪৮১০ (বিকাশ-পার্সোনাল)
বিডি প্রতিদিন/এ মজুমদার/পাভেল