নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন খুলনা বিএনপি’র নগর সভাপতি ও সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রবিবার দুপুরে খুলনা মুখ্য মহানগর আদালতে তিনি এ হাজিরা দেন।
তবে হাইকোর্ট থেকে মামলার নথিপত্র না আসায় আগামী ৫ জুন জামিন শুনানির পুনঃতারিখ ধার্য করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার দিন নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করায় মঞ্জুসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়। মামলা নং-১২ (তাং ০৮/০২/১৮)।
খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আগে তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ খুলনা মুখ্য মহানগর আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়।
মামলার বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা জানান, উচ্চ আদালত থেকে মামলার নথিপত্র না আসায় আগামী ৫ জুন জামিন শুনানির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব