আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের এই সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে।
রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে। গেল খুলনা সিটি করর্পোরেশন নির্বাচন এই কমিশনের নেতৃত্বে সুষ্ঠু হয়েছে। মানুষ কোন প্রশ্ন তুলতে পারেনি।
এ সময় আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির যেকোনো আন্দোলন মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ তিনি।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এ সময় আরও উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি তুহিন খাঁনসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব