ঢাকার জেলার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ওয়ার্ড যুবলীগের সভাপতি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নে আড়ালিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম হাজী ওমর আলী (৪৫)। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুল্লা ইউপি ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলো বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আড়ালিয়া বাজারে নিহত ওমর আলীর একটি মার্কেট রয়েছে। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক মিটার লাগানো রয়েছে। কিন্তু সম্প্রতি ভাতিজি জামাইরা সেখানে নতুন করে মিটার লাগায়। এ ঘটনায় দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে তার জামাই মাইনুল হাসান রুবেল (৩৮), নোয়াখালীর মো. রিপন মিয়া (৩৫) ও মাদারীপুরের মো. সবুজ উদ্দিন (৩০) তাকে এলোপাথাড়িভাবে মারধর করলে ঘটনাস্থলেই ওমর আলী মারা যায় বলে প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান বলেন, নিহতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৮/মাহবুব