গাজীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে আজ যোগদান করেছেন শামসুন্নাহার পিপিএম। তিনি সকালে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব নেয়ার পরপরই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসিদের সাথে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে বৈঠকে মিলিত হন। তিনি পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এদিকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গাজীপুর পুলিশ লাইন্স মিলনায়তনে ফুল দিয়ে বিদায়ী সংর্বধনা জানানো হয়। জেলা পুলিশ আয়োজিত বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার ছাড়াও গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজী মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, বিদায়ী পুলিশ সুপারের সহধর্মিণী শিরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও মো: গোলাম সবুর, জেলা পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমদ সরকার, কালিয়াকৈর পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
বিকালে জেলার পুলিশ কর্মকর্তাগণ পুলিশ সুপারের বহনকারী গাড়িটি রশি টেনে পুলিশ বিদায় জানান। এ সময় নারী পুলিশ সদস্যরা তার গাড়িতে ফুল ছিটিয়ে দিয়ে বিদায় জানান। গাড়িতে উঠে দীর্ঘ দিনের কর্মস্থল ত্যাগ করার সময় বিদায়ী পুলিশ সুপার আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এর আগে শনিবার সন্ধ্যায় বিদায়ী পুলিশ সুপারকে গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাংবাদিক শরীফ আহমেদ শামীম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার