রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে আসা ৪টি পার্সেল থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে এসব ইয়াবা উদ্ধার করেন র্যাব-১০ সদস্যরা। চট্টগ্রামের লোহাগড়া থেকে আসা ফেস ক্রিমের ৪০ কৌটায় বিশেষ কায়দায় এসব ইয়াবাগুলো লুকানো ছিল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৮/মাহবুব