র্যাব পরিচয়ে অপহৃত খুলনার ঘের ব্যবসায়ী আলতাফ হাওলাদারের ১৪ দিনেও সন্ধান মেলেনি। ফলে গভীর উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছে তার পরিবার।
মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে স্বামীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ীর স্ত্রী সেলিনা বেগম। এসময় তার সাথে দুই শিশু সন্তান লামিয়া ও সামিয়া উপস্থিত ছিলো। আলতাফ খুলনার হরিণটানা পুটিমারী বিল এলাকার ঘের ও মাছের ব্যবসা করেন।
সেলিনা বেগম জানান, গত ১৪ আগষ্ট রাত ৯টার দিকে যশোরের শার্শা নাভারন এলাকায় গ্রামের বাড়ি থেকে র্যাব পরিচয়ে সাদা পোশাকের ৫ জন লোক আলতাফকে প্রাইভেটকারযোগে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর ১৫ আগষ্ট শার্শা থানায় জিডি করতে গেলে তারা জিডি না নিয়ে লিখিত অভিযোগ নেয়। এরপর ২৫ ও ২৬ আগষ্ট খুলনার র্যাব-৬ এর কার্যালয়ে অনুসন্ধান করেও তার সন্ধান মেলেনি।
এদিকে গত ১৫ আগষ্ট র্যাব-৬ এর সোর্স পরিচয়ে রহিম নামের এক ব্যক্তি সেলিনা বেগমের কাছে ফোন করে জানায়, ‘আলতাফ আমাদের কাছে আছে, আপনি কোন চিন্তা করবেন না।’ ভুক্তভোগী পরিবারটি আলতাফকে উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে খুলনা র্যাব-৬ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিষয়টি জানার পর আমরা খোঁজ-খবর শুরু করেছি। দ্রুত ওই ঘের ব্যবসায়ীর অবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল