বরিশাল সদরের সাহেবেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালীর বকুলতলী এলাকার আবু হানিফের ছেলে লিটন (৩৫) ও বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে কবির (৭)।
হাসপাতাল সূত্রে জানা যায়, বরগুনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু'জনকে হাসপাতালের অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশকেও খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৮/আরাফাত