রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে প্রায় ১১ কেজি স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বুধবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম