কারান্তরীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের সদ্য গঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। নতুন কমিটিতে পদ বঞ্চিত ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্নার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পদ বঞ্চিত আরেক নেতা আরিফুর রহমান জনিসহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে দাবী জানান। একই সাথে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে বরিশাল জেলা ও মহানগরে ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানান তারা।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের মুক্তির দাবীতে বরিশালে পৃথক মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক দল। বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আউয়ালের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ভূঁইয়া মামুন এবং সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদিসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে বেগম জিয়া এবং আমিনুল ইসলাম লিপনসহ অন্যান্যদের মুক্তির দাবী জানান।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৮/মাহবুব