রাজধানীর মোহাম্মদপুরে গ্যারেজে পার্কিংয়ের সময় একটি প্রাইভেটকারের চাপায় পায়েল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় একটি বাড়ির সামনের গ্যারেজে এ ঘটে।
পায়েল তার মা-বাবার সাথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থাকতো। তার বাবার নাম প্রদীপ চন্দ্র।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মন জানান, ওই গ্যারেজ সংলগ্ন একটি বাসায় শিশু পায়েলকে নিয়ে তার মা সোনালী গৃহকর্মীর কাজ করতে যান। সোনালী বাসার ভেতরে কাজে ব্যস্ত হয়ে পড়লে পায়েল গ্যারেজে খেলতে চলে যায়। তখন একটি প্রাইভেটকার গ্যারেজে ঢোকানোর সময় পায়েল গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ওই গাড়ি ও তার চালকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ আগষ্ট ২০১৮/হিমেল