রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। তেজগাঁওয়ের নাখাল পাড়ায় আজ বিকেলে ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি ট্রেন ধাক্কা দিলে ওই যুবক পড়ে যান। তখন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার