জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।
বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করে গেছেন। বাংলার জনগণের মুক্তির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। শত বাধা বিপত্তি অতিক্রম করে এবং ফাঁসির মঞ্চকে জয় করে তিনি বাঙালি জাতিকে পৌঁছে দিয়েছিলেন মুক্তির ঠিকানায়।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত ১৫-আগস্ট জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, দলের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস, নিবার্হী সদস্য এস এম কামাল হোসেন এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৮/আরাফাত