নবজাতকের মৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে খুলনায় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির (এনএনএইচপি) উদ্বোধন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে খুলনা জেনারেল হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সুশান্ত কুমার রায়।
জানা যায়, খুলনা জেলার শূণ্য থেকে ২৮ দিন বয়সী শিশু মৃত্যু সংখ্যা প্রতি হাজারে ১৪ জন। এক্ষেত্রে এসডিজি’র লক্ষ্যমাত্রা ১২ বা তার নিচে।
খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, শিশু মৃত্যুর অন্যতম কারণ হলো কম জন্মওজন, সংক্রমণ ও প্রসবকালীন সঠিক ব্যবস্থাপনার অভাব। শিশুর জন্য সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা গেলে শূণ্য থেকে ২৮ দিন বয়সের শিশুর মৃত্যুহার উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।
তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে খুলনায় শিশু মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন ডা. মো. মাহাবুবুর রহমান, ডাঃ সরাফত হোসেন, ডা. আতিয়ার রহমান ও আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল