জাতিসংঘের আসন্ন অধিবেশনে ‘কৃষক ও গ্রামের শ্রমজীবী মানুষের অধিকার’ বিষয়ক প্রস্তাবনার পক্ষে বাংলাদেশের ভোট প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কৃষক ফেডারেশন। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম মহুরী, কিষানী সভার জেলা সভানেত্রী রেহেনা বেগম মিতু ও সাধারন সম্পাদিকা নূরনাহার মিলিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, কৃষি শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রমঘণ্টা নির্ধারণ, ন্যুনতম মজুরি নির্ধারণ, কাজের নিশ্চয়তা বিধান, ওভারটাইম মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি চিহ্নিতকরণ ও নিরসনসহ কৃষি শ্রমিকদের নানা অধিকার সংরক্ষনের জন্য ‘লা ভিয়া ক্যাম্পেসিনা এবং এফএও যৌথভাবে বহু বছর ধরে কাজ করে আসছে। সবশেষ গত ১৩ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘কৃষক ও গ্রামের শ্রমজীবী মানুষের অধিকার’ বিষয়ক প্রস্তাবনাটি আলোচিত হয়। জাতিসংঘের আসন্ন সভায় এই প্রস্তাবনাটি ভোটের জন্য উপস্থাপিত হবে এবং বাংলাদেশ এই প্রস্তাবে ভোট দেবে বলে মানববন্ধনে আশা প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল