নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক নাজিমউদ্দিনের টাকা ছিনতাইকালে রিপন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে বাকী ১ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্রের বাকী সদস্যরা।
বুধবার বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার সামনে সামনে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় সহযোগি অধ্যাপক নাজিমউদ্দিন বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃত ছিনতাইকারী রিপন শেখ মাগুরা জেলার জগদল এলাকার মোঃ রফিক শেখের ছেলে। বর্তমানে সে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকাল বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক নাজিমউদ্দিন মিয়া চাষাঢ়াস্থ সোনালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে কলেজে যাওয়ার সময় সোনালী ব্যাংকের সামনে যেতে না যেতে এক ব্যক্তি তার ব্যাগে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় চিৎকার করলে আশেপাশের লোকজন ও তার সহকর্মীরা এসে রিপন শেখ নামে এক ব্যক্তিতে আটক করে পুলিশে দেয়। তখন তার কাছ থেকে ছিনতাই করা ২ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে বাকী ১ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্রের বাকী সদস্যরা।
মামলার তদন্তকারী অফিসার অজয় কুমার পাল জানান, রিপন শেখ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইকারীদের সহযোগিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন