খুলনা মহানগরীর রূপসা ঘাটে কামরুজ্জামান সুমন (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সময় মো. আলামীন (১৮) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাস্থলে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরের বিদ্ধ হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া একজন পথচারী আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন