সাভারে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে বহিষ্কৃত উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে একটার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশ। পরে সেখান থেকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সেলিম মন্ডল গত দুই আগস্ট রাতে তার ২য় স্ত্রী আয়শা আক্তার বকুলকে (২৬) সিঙ্গাইর এলাকায় নিয়ে গিয়ে পুড়িয়ে হত্যা করে। পরের দিন সকালে পুলিশ একটি কলাবাগান এলাকায় নিহতের ঝলসানো লাশ উদ্ধার করে। পরে ১৯ আগষ্ট রবিবার বিকেলে নিহতের পরিবার ওই তরুণীর লাশ শনাক্ত করেন। এছাড়াও সেলিম মন্ডল নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ দায়ের করেন নিহতের পরিবার। এ ঘটনার পর বেশ কিছু দিন পালিয়ে থেকে ২৮ আগস্ট উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পান তিনি।
এদিকে অস্থায়ী জামিন নিয়ে দেশের বাহিরে গোপনে ইতালি পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে বিমানবন্দরে যায় সেলিম মন্ডল। পরে সেখানে থাকা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সিংগাইর থানায় হস্তান্তর করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, বর্তমানে থানা হেফাজতে রয়েছে সেলিম মন্ডল। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও ওই মামলায় তার ভাই ও বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল গ্রেফতার রয়েছে বলেও তিনি জানান।
এর আগে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগের ভিত্তিতে গত মাসের ২০ আগস্ট তাকে যুবলীগের পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান