রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ি থানা পুলিশ জানায়, চৌরাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় ইংলিশ পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় ওই পথচারী মারাত্মক আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং চালককে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার