সাভারে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কিত হয়ে বাড়ির লোকজন দ্রুত ভবন থেকে বের হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বহুতল ভবনটির বেজমেন্টে থাকা কয়েকটি গাড়ি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে।
বুধবার দুপুর দুইটার দিকে সাভার থানা রোডে অবস্থিত ১২ তলা বিশিষ্ট বিসমিল্লাহ শপিং টাওয়ারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। কিন্তু প্রচন্ড ধোয়ার কারণে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হয়। একপর্যায়ে ধোয়া বাড়তে শুরু করলে ফায়ার সদর দপ্তর সহ ডিইপিজেড, ধামরাই ও কল্যাণপুর থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে বহুতল ভবনে আগুনের ঘটনায় ওই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে লোকজন রাস্তায় নেমে আসলে সাভার থানা রোডে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ প্রশাসন ও স্থানীদের উদ্যোগে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান