কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘ব্লক রেইড’ পরিচালনা করে মাদকসহ আটজনকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতদের কাছ থেকে ২০৭ পিস ইয়াবা, ২৫৫ পুরিয়া হেরোইন ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হল- আলমগীর হোসেন (৩২), মোয়াজ্জেম হোসেন (৪০), নাসির হোসেন (৩২), আলামিন (২৭), ইমদাদুল হক (১৯), মো. আলমগীর (২৮), মো. দিদার (৪২) ও আসাদ (৩২)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। বুধবার রাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার