রাজধানীর হাতিরপুল এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মুন্না (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ছিল মুন্না। মুন্নার বাবার নাম চুন্নু মিয়া। কলাবাগান হাতিরপুল পুকুরপাড় এলাকায় তাদের বাসা।
চুন্নু মিয়া জানান, সন্ধ্যার দিকে তার ছেলে মুন্না বাসায় খাওয়া দাওয়া করে ১০০ টাকা চায়। পরে দিবে জানালে মুন্না বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর তিনি জানতে পারেন, মুন্না হাতিরপুল পুকুরপাড় মসজিদের পাশের একটি ১০তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। মুন্নাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মুন্না ১০ তলা থেকে নিজেই লাফিয়ে পড়েছে নাকি কেউ ফেলে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এমন কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে কলাবাগান থানা পুলিশ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর