রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ওমর আলী (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ওমরের বাড়ি শেরপুর ঝিনাইগাতি উপজেলার ধাঁনসাই গ্রামে। তিনি পরিবারের সঙ্গে খিলক্ষেত বনরূপা এলাকায় থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খিলক্ষেত উত্তরপাড়া নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। ওমরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার কথা বলা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৮টায় মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ওমরের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া খিলক্ষেত থানায় বিষয়টি জানানোও হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর