রাজধানীর পল্টন এলাকার জিরো পয়েন্টে আজ শুক্রবার সকাল ৬টায় লরির সঙ্গে বাসের সংঘর্ষে সাত জন আহত হয়েছে। আহতরা হলেন শামসুল হক, আলামিন, স্বজল, কামাল, রফিক, পরিবনু ও ইসমাইল। আহতরা সবাই বাসের যাত্রী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানান, আট নম্বর রুটের একটি বাস সায়দাবাদ থেকে গাবতলীর দিকে যাচ্ছিলো। বাসটি পল্টন এলাকার জিরো পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা