২১ আগষ্ট গ্রেনেড হামলায় মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে আশুলিয়ার জিরাবো এলাকার বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের ফলে এসময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এ উপলক্ষে শুক্রবার বিকালে আশুলিয়ার জিরাবো বাজার বাসষ্ট্যান্ড সামনে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক ও টুঙ্গী আশুলিয়ার মহাসড়ক প্রদক্ষিণ করে আশুলিয়ার জামগড়া বাজার বাসষ্ট্যান্ড এর ফ্যাণ্টাসী কিং ডম সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ১৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু আহমেদ নাসিম পাভেল এসময় ২১ আগষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি করে এর সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান সরকারের কাছে। বিক্ষোভ মিছিলে এসময় স্বেচ্ছাসেবক লীগ মানবধিকার বিষয়ক সম্পাদক মো, ওবাইদুল ইসলাম মন্ডল ও আশুলিয়ার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ওয়ালিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর