রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ফাহিম রাফি'র (১৮) বাবার নাম মো. মনিরুজ্জামান। রাজধানীর সবুজবাগের ১৪/দক্ষিণ বাসাবোর নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। ফাহিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে হাতিরঝিল এলাকায় গাড়ি থেকে নামতে কিংবা উঠতে গিয়ে পড়ে যান ফাহিম। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে ভর্তি করেন।
এরপর তার বাবা মনিরুজ্জামান তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত