কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শনিবার সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে এ ঝটিকা মিছিল হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি জানিয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন, অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব