রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আমরা আলেমদের সম্মান করি, তবে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে নয়। জামায়াত-শিবির মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চায়। এজন্য তাদের প্রতি মানুষের কোনো সমর্থন নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে।
শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে ইমাম ও মুয়াজ্জিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে চৌদ্দগ্রামে আরও কয়েকটি মসজিদ-মাদরাসা নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হবে।
চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল ও জিএম জাহিদ হোসেন টিপু।
বিডি প্রতিদিন/এনায়েত করিম