বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শেখ মুজিবুর রহমান এবং ইন্দ্রিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
শনিবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মিলনায়তনে ভারত সরকার কর্তৃক বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের স্কলারশীপ স্কিমের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে। সু-সময়ে এবং দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। সাম্প্রতিককালে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রচুর উন্নতি সাধন করেছে। বাংলাদেশ চরমপন্থীদের প্রত্যাখ্যান করেছে। ভারত বাংলাদেশে ৬ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে শেখ হাসিনার ভারত সফরকালে নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ৩টি পদক্ষেপ যথা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নতুন স্কলারশীপ স্কিম, মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সকল মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, নতুন মুক্তিযোদ্ধা স্কলাপশীপ স্কিমের আওতায় মুক্তিযোদ্ধাদের হাইস্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০ হাজার সন্তান ৩৫ কোটি টাকার বৃত্তি পাবে। ভারত সরকার মুক্তিযোদ্ধা স্কলারশীপের আওতায় মোট ৫৬ কোটি টাকা বরাদ্দ করেছে।
শনিবার বরিশাল বিভাগের ১২০জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। স্নাতক স্তরে ৫০ হাজার এবং মাধ্যমিক স্তরে ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
২০০৬ সাল থেকে এই বৃত্তি প্রদান শুরু করে ভারত সরকার। এ পর্যন্ত ১২ হাজার ৬৬১ জনকে ২১ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরিশালের বরিশাল-২ আসনের এমপি তালুকদার মো. ইউনুচ, বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ নাথ এবং গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং শেরে-ই বাংলা একে ফজলুল হকের ছেলে ফাইয়াজুল হক রাজু, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত