রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে আইহান উচবেক (৪২) নামে তুরস্কের এক নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ১০টায় গুলশান থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আইহান উচবেক একটি আইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।
আইহান উচবেক শনিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন অবস্থায় ওই প্রতিষ্ঠানের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে গুলশান থানার পুলিশ রাত পৌনে ১০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই প্রতিষ্ঠানের আইনজীবী শাখাওয়াত হোসেন জানান, বিকালে বাড়িধারা ১০১ নম্বর রোডের ১৬ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলায় প্রতিষ্ঠানের একটি নতুন মেশিন সেটিং-এর কাজ করছিলেন আয়হান। মেশিনটি চালু করে অপারেটরকে বুঝিয়ে দেওয়ার সময় তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরেন আইহান। তাকে দ্রুত প্রথমে শাহাবুদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার