উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের ১১২তম জন্মবার্ষিকী কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাড়িতে শচীনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় কুমিল্লার জেলা প্রশাসক বলেন, শচীন দেব বর্মণ শুধু কুমিল্লা কিংবা বাংলাদেশেরই গর্ব নন, তিনি পুরো উপমহাদেশের গর্ব। তার স্মৃতি ধরে রাখতে খুব দ্রুত কুমিল্লায় শচীন মেলার আয়োজন করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শচীন গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. গোলাম ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকী, আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৮/আরাফাত