রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে হৃদয় আহমেদ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বাড্ডা থানাধীন সাঁতারকুল রোড পশ্চিম পদর দিয়া এলাকায় আজ সকালে এই ঘটনা ঘটে।
মৃত হৃদয় মুন্সিগঞ্জ সদর উপজেলার বিহাইন্না গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে হৃদয় মেঝো। মজিবরের ওই টিনশেড বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতো সে। ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার