জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনী হাওয়া বইলেও জনগণ ভোট দেওয়া নিয়ে শঙ্কিত। দেশে সুশাসনের কোনো নমুনাই নাই। জনগণ অনেক সচেতন। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যাগে ভোটাধিকার, ন্যায় বিচার, বাক-স্বাধীনতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সংবিধান পবিত্র কোরআন নয় যে, এটা পরিবর্তন করা যাবে না। বাকশাল যখন হয়, তখন পাঁচ মিনিটে সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আর তারা এখন বলেন, সংবিধান পরিবর্তন করা যাবে না। মন্ত্রী ও এমপি থেকে নির্বাচন করবেন, এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো?
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোবায়দুর রহমান, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার