নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ অার হয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এখন সবচেয়ে ভালো এবং শান্তিপূর্ণ পবিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের চত্বরে নির্বাচনী গণসংযোগের আগে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-১০ অাসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসে সভাপতিত্বে এসময় অারও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অালম হানিফ। এছাড়া দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহানগর অাওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল, অাকতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা কোটা অান্দোলন ও কোমলমতিদের অান্দোলনের মতো অাবারও একটি অান্দোলন গড়ে তুলে ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা করছে। তিনি বলেন, বিএনপিকে বারবার অাহ্বান জানানো হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জন্য। সুস্থ একটি প্রতিযোগিতার মাধ্যমে অামরা নির্বাচন করতে চাই। কিন্তু তারা বলছে, অান্দোলনের কথা। অান্দোলনের নামে ২০১৪ সালের মতো যদি বোমা, অাগুন, সন্ত্রাস ও সহিংসতার অাগুন ছড়ানো হয় তাহলে তাদেরও (বিএনপি) উচিত জবাব দেবে দেশের জনগণ।
বিএনপির সঙ্গে কোনো সংঘাতে না যাওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা কাউন্টার মিটিং করবো না। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করবো না। বাংলাদেশের রাস্তার মালিক জনগণ। এই রাস্তা কেউ দখল করতে পারবে না, না সরকারি দল, না বিরোধী দল।
সমাবেশ শেষে তারা লিফলেট নিয়ে কলাবাগানের কয়েকটি এলাকায় বিতরণ করেন এবং মানুষের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৮/মাহবুব