সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নিরলসভাবে পরিশ্রম করে বিজয়ী করায় রাজশাহীর সাংষ্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনের পাশে প্যান্ডেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমি মেয়র থাকাকালে রাজশাহীর সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন প্রাণচ্ছ্বল ছিল, প্রাণবন্ত ছিল। কিন্তু গত ৫ বছরে যেন সবকিছু থেমে গেছিল। আমি আপনাদের সহযোগিতা ও ভোটে আবারো মেয়র নির্বাচিত হয়েছি। এখন ক্রীড়া ও সাংষ্কৃতিক অঙ্গন আবার প্রাণচ্ছ্বল-প্রাণবন্ত হবে।
মেয়র লিটন আরও বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য ৮৫ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজ করতে না পারায় সেই বরাদ্দ ফেরত গেছে। আগামীতে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নতি করবো। জাতীয় পর্যায়ের খেলা রাজশাহীতে আনা হবে। এজন্য দুইটি পাঁচ তারকা মানের হোটেল করার পরিকল্পনা রয়েছে। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আপনারা সবাই দোয়া ও সহযোগিতা করবেন, যাতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম আবু বক্কর।
এসময় আরও উপস্থিত ছিলেন- পণ্ডিত অমরেশ রায়, ভাষা সৈনিক আবুল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রফিউস শামস প্যাডীসহ সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তির্বগরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম