আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল ১১টায় নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসের হলরুমে সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, জিডিএফআই’র কর্নেল জিএস শরিফুল ইসলাম, উপ-কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান, উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর মল্লিক, উপ-কমিশনার (ট্রাফিক) খাইরুল ইসলাম, মহানগর পূঁজা উদযাপন কমিটির সভাপতি নায়ন চন্দ্র দে নারু, জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাংবাদিক হুমাউন কবিরসহ অন্যান্যরা।
সভায় পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিস্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এবার বরিশাল জেলার ১০ উপজেলার উপজেলায় ৬০১টি এবং বরিশাল মহানগর পুলিশের আওতাধীন ৪ থানা এলাকায় ৭৫টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল