এবার কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই অবরোধ শুরু করেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে। পাশাপাশি সরকারকে ছয় দফা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এ সময় সংগঠনের নেতারা ‘মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মানি না, মানবো না’ ‘বঙ্গবন্ধুর উপহার, কোটা মোদের অধিকার’ ইত্যাদি স্লোগান দেন। এদিকে, অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ