বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং ম্যাজিট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী মোতায়েনসহ ৭ দফা দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে দাবি সংবলিত একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনার বরাবর জমা দেন বিএনপি নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা