পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, উপকূলের জমিতে লবণ পানি আটকে রেখে চিংড়ি চাষের ফলে সবুজ গাছপালা মরে যাচ্ছে। শত শত খাল বাঁধ দিয়ে আটকে রাখার কারণে মিষ্টি পানি প্রবাহে বাঁধা পাচ্ছে।
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য ডিসিপ্লিনের আয়োজনে ‘ক্লাইমেট চেঞ্জ এজেন্ডা ফর কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা পরিবেশ সম্পর্কে এখনই সচেতন না হলে বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে। পাশাপাশি ক্ষতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিয়াট্রেস কালদুন, সহকারী ভারতীয় হাইকমিশনার রাজেশ কুমার রায়না এবং প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খো: মাহফুজ-উদ-দারাইন।
মূল নিবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রফেসর ড. এ কে এম সাইফুল ইসলাম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি এ সেমিনারে অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর