ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় আরেক গৃহকর্মী পলাতক রেশমাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে পলাতক রেশমাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে মামলা সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১১ ফেব্রুয়ারি বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা করেন মাহফুজার স্বামী ইসমত কাদির গামা।
এর আগে ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন