নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে মোবাইল কোর্ট পরিচালিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. ডি. শামছুল আরেফিনের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। এ সময় ১২’শ ফুট অবৈধ গ্যাস সংযোগের পাইপ উদ্ধার করা হয়।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় একটি বসত বাড়ি ও নবাবী চাইনিজ এন্ড পার্টি সেন্টার নামক একটি খাবার প্রতিষ্ঠান ও মিজমিজি পূর্বপাড়া (বাতান পাড়া) এলাকায় তাজুল মালিকানাধীন একটি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে আবাসিক রাইজার থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ফতুল্লা থানাধীন তল্লা ছোট মসজিদ এলাকায় কে. এস. টুইস্ট নামক একটি ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানার ডাইং মাস্টার সাহেব আলীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে আদালতে পাঠানো হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের নারায়ণগঞ্জ জোনাল ব্যবস্থাপক প্রোকৌশলী জাফরুল আলম বলেন, অবৈধভাবে আবাসিক রাইজার থেকে গ্যাস সংযোগ নিয়ে শিল্প কারখানা পরিচালনা করার অপরাধে ডাইং কারখানার মালিকের বিরুদ্ধে স্বাভাবিক গ্যাস আইনে মামলা করা হবে। অন্য একটি খাবার প্রতিষ্ঠানের মালিককে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধেও নিয়মিত আইনে মামলা করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল বিপণণ অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল কবির, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, সহকারী প্রোকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা মো. আজিজুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা