আশুলিয়ায় রড বোঝাই ট্রাকের সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
আহতরা হলেন- পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে ডাবল টু ডিউটি করে থানার দিকে ফেরার পথে ঘোষবাগ এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিনসহ আহত হন ৪ জন। পরে তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই জসিম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এবং বাকী আহত ৩ জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে, এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এএসআই জসিম উদ্দিন মাদারীপুর জেলার ব্রাম্মনদ্দি এলাকার মোকছেদ চাপরাশীর ছেলে। সে গত ২০১৭ সালের জুন মাসের ১৩ তারিখে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনার একটি মামলা হয়েছে। খুব গুরুত্বের সঙ্গে মামলার তদন্ত কাজ চলছে। কয়েকটি বিষয় মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে গাড়ী চালক ও রহস্য উদঘাটিত হবে।
এদিকে ঘটনার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মামলাটির ছায়া তদন্ত করছে। ঢাকা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম নিহত হয়েছেন। পেশাগত কাজে মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল থেকে জিরানী যাওয়া পথে দ্রুতগামী বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তারও আগে গত ২৩ নভেম্বর বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়িতে একটি দ্রুতগামী বাস কবির হোসেনকে পিছন দিক থেকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল