ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ আজ আবারও দ্বিতীয়বারের মতো বৃষ্টি হল রাজধানীতে। কনকনে ঠাণ্ডায় সোমবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এরপর ৬টার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। সকাল ৭টার দিকে আবারও নামে বৃষ্টি। এই বৃষ্টি কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি নামে। তবে হঠাৎ বৃষ্টিতে বেশির ভাগ অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থাকতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল