খুলনার রূপসা উপজেলায় ইমরান বেয়ারা (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বুত্তরা।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইমরান রূপসার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার ছেলে।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব