দর্শক পিটিয়ে ৬ মাসের নিষেধাজ্ঞার খড়গে পড়েন সাব্বির রহমান। এর ফলে খেলা হয়নি ২০১৮ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তার খেলা। এখানেই শেষ নয়, এরপর ফেসবুকে এক ভক্তকে অকথ্য ভাষায় গালি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হন তিনি। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক মাস বাকি থাকতেই নিউজিল্যান্ড সফরে দলে ফেরায় চারদিকে সমালোচনার ঝড় উঠে। তবে, তাকে দলে নেওয়া যে ভুল ছিল না, ব্যাট হাতে তার জবাবটা দিয়েছেন খুব ভালোভাবে।দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা যেখানে রান পাননি সেখানে সাব্বির ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন এই নিউজিল্যান্ড সফরে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর তার উদযাপনের ভঙ্গি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ব্যাট উঁচিয়ে হাত দিয়ে এমন ভঙ্গি করেছিলেন যার অর্থ যেন তিনি বলতে চাইছেন, ‘আমি আমার ব্যাটেই জবাব দিয়েছি এবার চুপ করো।’
ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন সাব্বির। গতকাল ঢাকা প্রিমিয়ার লীগে অনুশীলন করতে এসে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এসময় উদযাপন নিয়ে প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘সেলিব্রেশন সবাইর একই রকম হবে তা তো না। এটা কেউ পারসনালি না নিলেই বোধহয় ভালো।’
এতো চাপের মাঝেও কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও সাব্বির। চাপের মাঝে কিভাবে নিজেকে ফিরে পান তাও ছিল প্রশ্ন। এ নিয়ে সাব্বির বলেন, ‘হয়তো আমার রাশিতেই আছে সব সময় চাপ নিয়ে খেলার। তাই হয়তো সব সময় চাপ নিয়েই খেলতে হবে। সব সময় চেষ্টা করি প্রতিটি ম্যাচকে নিজের লাস্ট ম্যাচ হিসেবে দেখার।’
ভালো খেললেও কেন তাকে টেস্ট দলে রাখা হলো না-এই প্রশ্নও ছিল সাংবাদিকদের। এ বিষয়ে সাব্বির বলেন, ‘টেস্ট টিমে চান্স পাওয়া ম্যানেজমেন্টের ব্যাপার। এখানে আমি কিছু বলতে পারবো না। এখানে আমার কিছু বলার নেই। আবাহনীর হয়ে প্রিমিয়ার লীগ খেলছি। এখানেই ফোকাস করতে চাই।’
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব