ঢাকায় কাজের সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু। তবে দুই পরিবারের কেউ জানে না তাদের মৃত্যুর প্রকৃত কারণ। পাশাপাশি এলাকায় দু’জনের মৃত্যুতে পড়েছে শোকের ছায়া। রবিবার রাতে তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়। এর আগে গত শনিবার সকালে ঢাকা টঙ্গি স্টেশনের পাশ থেকে জিআরপি পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতরা হলেন, নগরীর মেহেরচন্ডি এলাকার মৃত আনফর রহমানের ছেলে মুজাহিদ ওরফে মানিক (১৩) ও মেহেরচন্ডির জামালাপুর এলাকার মৃত রুহুলের ছেলে বিজয় (১৪)।
নিহত মানিকের মামা রানা বলেন, তারা বাড়িতে কাউকে কিছু না বলে শুক্রবার বিকালের ট্রেনে ঢাকায় চলে যায়। মানিকের কাছে রাজশাহী মুনলাইটের একটা পরিচয়পত্র ছিল (মুন লাইটে সে কাজ করতো)। পুলিশ সেই পরিচয়পত্র দেখে জানালে তারা মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফন করেন। চার মাস আগে ঢাকায় গিয়েছিল বিজয়। সেই দিনই চলে আসে। এবার কেন তারা দু'জন গেল সে বিষয়ে তারা কিছুই জানেন না।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, টঙ্গি থানা থেকে জানানো হয়েছিল, রাজশাহীর দু’জন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে তাদের এখনও কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ