বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক বলেছেন, চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটটির ল্যান্ডিং (অবতরণ) জরুরি ছিল না, এটা স্বাভাবিক ল্যান্ডিং ছিল।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।
যদিও বিমান অবতরণের পরপরই কর্মকর্তারা এটিকে 'জরুরি অবতরণ'ই বলেছিলেন। ওই ঘটনার পর রাতে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ছিনতাইকারীর বয়স ২৫-২৬ বছর। তার সঙ্গে একটি পিস্তল ছিল। এ প্রসঙ্গে সচিব বলেন, পিস্তল ছিল কি-না, তদন্ত প্রতিবেদন না পেলে কিছু বলা যাবে না। সিসি ক্যামেরার দৃশ্য পেয়েছি। স্ক্যানিং মেশিনে কোনো কিছু পাইনি।
তিনি জানান, তদন্ত টিম কাজ শুরু করেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল