সাত বছর আগে নারী অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমেদ ওরফে মাহাদী গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
এর আগে, চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করে মাহাদী নামের অস্ত্রধারী এক যুবক। পরে সন্ধ্যায় মাত্র ৮ মিনিটে কমান্ডো অভিযানে নিহত হন তিনি। সোমবার বিমানের ডাটাবেইজে রক্ষিত প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, মাহাদীর আসল নাম মো. পলাশ আহমেদ। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুর দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে।
সোমবার র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সালে ১৭ বছরের একটি মেয়েকে অপহরণ এবং ৮ লাখ টাকা মুক্তিপণ দাবির একটি মামলায় হয় পলাশের বিরুদ্ধে। এই মামলায় ওই বছরের ২৮ মার্চ অপহৃতকে উদ্ধার করা হয় এবং পলাশ ও তার সহযোগী আরেক অপহরণকারী নেমরা মারমাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব