দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী নিহত পলাশ আহমেদ নায়িকা সিমলাকে বিয়ে করার আগে আরও এক বিয়ে করেছিলেন। ওই সংসারে আয়ান নামের আড়াইবছর বয়সী এক সন্তানও রয়েছে তার।
পরিবার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২০১৪ সালে বগুড়ার এক তরুণীকে বিয়ে করেন পলাশ। উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে প্রায় দেড় বছর আগে তাকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি বগুড়া চলে যান ওই তরুণী।
পলাশের বাবা পিয়ার জাহান বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে চিত্রনায়িকা সিমলাকে রাতের বেলা বাড়িতে নিয়ে আসে পলাশ। মেয়েটিকে চিত্রনায়িকা ও তার প্রেমিকা বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দুই মাস পর আবার সিমলাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করা স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। বিয়ের কথা সিমলাও আমাদের কাছে স্বীকার করে। ওই রাতেই তারা আবার ঢাকায় চলে যায়। আমরা সিমলাকে বোঝানোর চেষ্টা করেছি, তাকে বলেছি– আমার ছেলেকে যেন ভালো পথে ফিরিয়ে আনে। ছোটবেলা থেকেই ছেলেটি অবাধ্য ছিল।
প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী পলাশ। পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত