বরিশালে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। সোমবার ভোররাত ৪টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গুড়ি গুড়ি কখনও বজ্র আবার বজ্রসহ বৃষ্টি হয়। এ কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সকাল সাড়ে ৯টার দিকে একবার কিছুক্ষণের জন্য সূর্য উকি মারলেও পরে মেঘে ঢাকা পড়ে।
স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. রুবেল জানান, সোমবার ভোররাত থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৩.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী কালবৈশাখীর প্রভাবে এই বৃষ্টিপাত হয় বলে তিনি জানান। শীত মৌসুমের পর সোমবারই প্রথম বরিশালে বৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন